কিশোরগঞ্জে বিপুল পরিমান ভারতীয় চিনিসহ গ্রেফতার তিনজন
নিউজ ডেস্ক।।
প্রকাশিত:
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
১৬৩
বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চিনিসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার তিনজনের মধ্যে মো. বায়োজিদ খান(৪৮), তাড়াইল উপজেলার কৌলিগাতী এলাকার মৃত আব্দুল সোবহান খানের ছেলে, মো. জাহাঙ্গীর(২৭) কিশোরগঞ্জ সদর উপজেলার ঝালুপাড়া এলাকার মো. জাফর আলীর ছেলে ও মো. আশরাফ(৫৫) পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকার মৃত মীর হোসেনের ছেলে।
বুধবার, ৬ সেপ্টেম্বর ভোর সোয়া ছয়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া এলাকার চাঁনমারি মোড়স্থ নীলগঞ্জ টু তাড়াইলগামী পাঁকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে তল্লাশী চালিয়ে ১৪ হাজার ৮৫০ কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চিনি ও একটি পিকআপসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে এই চিনি এনেছিলেন বলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।