কিশোরগঞ্জে ‘পর্যটন বিকাশে ভাটির রাণী অষ্টগ্রাম’ শীর্ষক শিল্প উন্নয়ন বিষয়ক সভা
আলম মাহবুব, অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
প্রকাশিত:
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
২০১
বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হাওরে ‘পর্যটন বিকাশে ভাটির রাণী অষ্টগ্রাম’ শীর্ষক শিল্প উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২২ অগাস্ট সকালে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক হায়দারী বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ফারুক) ব্যবসায়ী সাইফুদ্দিন লিচুসহ সাংবাদিক ও পেশাজীবিগণ।
সভায় বক্তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্রামাগার তৈরি করা, রাত্রি যাপনে পর্যাপ্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, যাত্রী পরিবহনে ভাড়া নির্ধারণ করা সহ বিভিন্ন বিষয়ে দাবি রাখেন এবং এইসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।