কিশোরগঞ্জে পপি‘র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক
মোঃ মোফাসসেল সরকার
প্রকাশিত:
সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
৯৬
বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের নিকলী ও অষ্টগ্রাম উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা পপি’র বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার।
শনিবার, ২৬ আগস্ট বিকেলে নিকলী উপজেলার ছাতিরচরে মহিষের মডেল বাসস্থান এবং খামারের উৎপাদিত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে নির্মিত বায়োগ্যাস প্লান্ট, অষ্টগ্রামে এসইপি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত পাক পাঞ্চাতন পনিরের ব্রান্ড শপ পরিদর্শন করেন। উন্নত প্রযুক্তি গ্রহনের মাধ্যমে স্বান্থ্যসম্মত উপায়ে পনির উৎপাদন ও সংরক্ষণ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পিকেএসএফের সহকারী মহাব্যবস্থাপক রেজানুর রহমান তরফদার, নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভিন,সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের ব্যবস্থাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম প্রমুখ।