1. info@bdchannel4.com : BD Channel 4 :
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:১৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে নদী রক্ষায় বাপা ও পরমের মানববন্ধন

রিফাত ইসলাম।।
  • প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে নরসুন্দা নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা।  

” নদী হলো জীবন্ত সত্ত্বা। জীবন্ত সত্ত্বাকে যারা ধ্বংস করে তারা অপরাধী” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পরম’র প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহম্মদ সাদী।

বাপা’র সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুইসলাম জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক শদুল ইসলাম রুবেল, শহর কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন, নিরাপদ সড়ক চাই’র সিনিয়র সদস্য লায়ন জাহাঙ্গীর আলম, টিআইবি’র আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুল আলম, পরম সদস্য আবদুল খালেক, কণ্ঠশিল্পী আবুল কালাম প্রমুখ।

 মানববন্ধনে বক্তারা সিএস রেকর্ড অনুযায়ী নরসুন্দা নদীর সীমানা চিহ্নিত করে নদীর প্রবাহ ফিরিয়ে এনে নদীকে দূষণমুক্ত করার দাবী জানান।

মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী, দুই সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ লোকজন অংশ নেন।  

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং