কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া
আশরাফুল ইসলাম তুষার।।
প্রকাশিত:
শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
৭৩
বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১৮ অগাস্ট রাতে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বাদে শোলাকিয়া এলাকায় সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদের আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন মহিনন্দ ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনসুর আলী।
সংগঠনের সহ-সভাপতি ইয়াসিন মিয়ার সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার পরিচালনায় এ সময় আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান আরজু,আবুল কালাম আজাদ,সাইদুর রহমান,জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার,করিমগঞ্জ পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল জলিল,মহিনন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল মিয়া,সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন পিয়াস,যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির, কোষাধ্যক্ষ মনজিল মিয়া,দপ্তর সম্পাদক শাহা আলম সহ আরো অনেকেই।
আলোচনাসভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।