1. info@bdchannel4.com : BD Channel 4 :
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে জমকালো আয়োজনে দুই দিনব্যাপী ফুটসেল নাইট ফুটবল টুর্ণামেন্ট সমাপ্ত

আশরাফুল ইসলাম তুষার,চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে ব্রাদার্স প্রিমিয়ারলীগ আয়োজিত দুই দিনব্যাপী ফুটসেল নাইট ফুটবল টুর্ণামেন্ট শেষ হয়েছে।

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর রাতে জেলা শহরের চরশোলাকিয়া এলাকার গরুর বাজার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২য় দিনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস। প্রথমেই প্রধান অতিথিকে আয়োজক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরে ক্রেস্ট প্রদান করা হয়।

জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিশেষ শাখার ডি আইও-১ ইন্সপেক্টর মোমিনুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ, কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত শ্যামল মিয়া।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সভাপতি আশরাফ আলী,জেলা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মোহাম্মদ রুবেল,ধর্ম বিষয়ক সম্পাদক সানজিদুল হক,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ আরো অনেকেই।

খেলা শুরুর পূর্বে অতিথিরা খেলোয়ারদের সাথে কুশল বিনিময় ও জমকালো আতশবাজির মাধ্যমে দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।পরে সেমিফাইল খেলা মাঠে গড়ায়।মঞ্চে বসে খেলা উপভোগ করেন অতিথিরা।এর আগে নক আউট পর্বের খেলায় ৮ টি দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।এতে ৪ টি দল বিজয়ী হয়ে সেমিফাইলে উঠে।সেমিফাইনালে বিজয়ী ২ টি দলের মধ্যে বৃহস্পতিবার রাতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা মাঠে গড়ায়।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং