কিশোরগঞ্জে বাংলাদেশ কোরান শিক্ষা বোর্ড কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কৃতি মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার, ৫ অক্টোবর সকাল ১০টায় জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়।
কিশোরগঞ্জে বাংলাদেশ কোরান শিক্ষা বোর্ড কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা খাইরুল্লাহ হোসাইনীর ষবাপতিত্বে অনুষ্ঠিত সংবর্দনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরান শিক্ষা বোর্ডের মহাপরিচালক আল্লামা নূরুল হুদা ফয়েজী।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দি আজমীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, মাওলানা শোয়াইব আব্দুর রউফ ও মুফতি আবুল বাশার।
বক্তব্যে বক্তারা বলেন চরমোনাইয়ের সাবেক পীর সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম ( রহিমাহুল্লাহ ) এর মিশন ছিল বাংলাদেশের ( তৎকালীন ) ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কুরআনী মাদ্রাসা প্রতিষ্ঠা করা, সেই আলোকে ১৯৮৯ সালে কুরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা হয়। সেই ধারাবাহিকতায় ২০২২ সালে কিশোরগঞ্জ জেলায় এর কার্যক্রম শুরু হয়। বতর্মানে কিশোরগঞ্জ জেলার প্রায় শতাধিক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কুরআন শিক্ষা বোর্ডের অধিনে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে ২০২২ সালের বোর্ড পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ছাত্রদের মধ্যে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।