২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের তৎকালীন সভাপতি আইভি রহমানের স্মরণে কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা. দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৪ আগস্ট সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.জিল্লুর রহমান।
জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ দিলারা বেগম আছমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিলকিস বেগমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড.এম এ আফজল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতনসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের কঠোর শাস্তির দাবী জানান।
আলোচনা সভা শেষে আইভি রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।