কিশোরগঞ্জে নরসুন্দা নদীর পাড় সংলগ্ন ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নিবাহী কর্মকতা মোহাম্মদ আলী সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার পাগলা মসজিদের সামনে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।এ সময় অবৈধ দোকান ও ঘর উচ্ছেদ করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ।