1. info@bdchannel4.com : BD Channel 4 :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১০:৪১ অপরাহ্ন

কিশোরগঞ্জের শ্বশুর হত্যা মামলায় পলাতক  জামাতা নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

রিফাত ইসলাম।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে কিশোরগঞ্জে শ্বশুর হত্যা মামলায় পলাতক  জামাতা মো. তামিমকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. তামিম (২১) কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকার মো. আফসার উদ্দিনের ছেলে।

বুধবার, ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার  রুপগঞ্জ উজেলার ভুলতা গাউছিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার নগুয়া বটতলা মোড় এলাকায় গত ১০  সেপ্টেম্বর  রাত অনুমান  আড়াইটার দিকে ভিকটিম আব্দুল আউয়ালকে পারিবারিক বিরোধের জেরে  ভিকটিমের জামাতা, ছেলে এবং স্ত্রী অর্থাৎ বিবাদী ১। মো. তামিম(২১), পিতা-মো. আফসার উদ্দিন, ২। মো. রাসেল(২৩), পিতা-মৃত আব্দুল আউয়াল, ৩। মোছা. রেহেনা আক্তার(৪২), স্বামী-মৃত আব্দুল আউয়াল, সর্ব সাং-নগুয়া বটতলা, থানা ও জেলা-কিশোরগঞ্জ পরষ্পর যোগসাজসে ভিকটিমের বাড়ির সামনে দেশীয় অস্ত্র  আঘাত করে নৃশংসভাবে হত্যা করে।

পরবর্তীকে ওই ঘটনায় ভিকটিমের বাবা আবু সাহেদ(৭৩) বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩১, তারিখ ১৪/০৯/২০২৩খ্রি. ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ দঃ বিঃ। মামলা হওয়ার পর থেকে এজাহারনামীয় আসামিগণ গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। পলাতক আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় ভিকটিমের জামাতা তামিমকে নারাণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউসিয়া থেকে গ্রেফতার করা হয়।

পলাতক বাকি আসামিদের গ্রেফতার করতে র‌্যাব তৎপর রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে জানান,র‌্যাব-১৪, সিপিসি-২  কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্ক্রোয়াডন লিডার মো. আশরাফুল কবির।  

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং