1. info@bdchannel4.com : BD Channel 4 :
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৩৩ অপরাহ্ন

কিশোরগঞ্জের  শিশু ধর্ষণ মামলার ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের চাঞ্চল্যকর  শিশু ধর্ষণ মামলার ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি আবু বাক্কার (৬০) কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা কুড়েরপাড় এলাকার মৃত আব্দুল আজিতের ছেলে।

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর  উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের সহায়তায় গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত  ২০২১ সালের ২০ মার্চ বেলা সাড়ে ১২ টার দিকে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন উত্তর কুরের পাড় পাটধা এলাকার একটি ৪ বছরের মেয়ে শিশুকে অপহরণ পূর্বক জোরপূর্বক ধর্ষণ করে। ওই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি অপহরণ ও জোরপূর্বক ধর্ষণ মামলা দায়ের করা হয়।

(যার মামলা নং-৩৫(৩)২০২১, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সাল(সংশোধনী-২০০৩) এর ৭/৯(১)।

পরবর্তীতে মামলাটি বিজ্ঞ বিচারক(জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১, কিশোরগঞ্জ বিচার শেষে ওই মামলার আসামি ২৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা থেকে বাঁচতে এবং গ্রেফতার এড়ানোর জন্য ওই সাজাপ্রাপ্ত আসমি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে অবশেষে র‌্যাব তাকে করতে সক্ষম হয়। গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামিকে আইনের হাতে তুলে দিতে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং