1. info@bdchannel4.com : BD Channel 4 :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:৩২ অপরাহ্ন

কিশোরগঞ্জের নিকলীর চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্ত গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে
গ্রেফতার হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাদ্দাম হোসেন

কিশোরগঞ্জের নিকলীর চাঞ্চল্যকর ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্তকে কটিয়াদী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার সাদ্দাম হোসেন(৩৫) নিকলী উপজেলার কুমারছড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।

শুক্রবার, ২০ অক্টোবর ৭টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কটিয়াদী উপজেলার কামারকোণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর রাত সোয়া ১টার দিকে কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন পূর্বগ্রাম বেড়িবাঁধে ভিকটিমের হাঁসের খামারে আশেপাশে অভিযুক্ত সাদ্দাম হোসেন ও মোকারমসহ অজ্ঞাতনামা ২ জনকে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে দেখে ভিকটিম নজরুল ইসলাম তাদেরকে জিজ্ঞাসা করলে অভিযুক্তগণ ক্ষিপ্ত হয়ে ভিকটিম নজরুল ইসলামকে খুন করার উদ্দেশ্যে এলোপাতারি কিলঘুষি মেরে বুকে, পিঠে, গলায় নীলা ফুলা রক্তাক্ত জখম করে। অভিযুক্ত সাদ্দাম হোসেন ভিকটিম নজরুল ইসলামের জামার পকেটে থাকা হাঁসের ব্যবসার ৯০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরবর্তীতে ভিকটিম নজরুল ইসলামের ডাকচিৎকারে আশপাশের দোকানদার ও অন্যান্য লোকজন দৌড়ে ঘটনাস্থলে এলে অভিযুক্ত সাদ্দাম হোসেন ও মোকারমসহ অজ্ঞাত ২ জন দৌড়ে পালিয়ে যায়। এলাকার লোকজন ভিকটিম নজরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে ভিকটিমের অবস্থা আরও আশংকাজনক হওয়ায় তাকে প্রথমে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল তারপর ময়মনসিংহ মেডিকেল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল রেফার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর ভিকটিম নজরুল ইসলাম মারা যান। এই ঘটনা ভিকটিমের স্ত্রী খোদেজা(৪২) বাদী হয়ে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই অভিযুক্তগণ গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলেন। গ্রেফতার প্রধান অভিযুক্তকে নিকলী থানায় হস্তান্তর করা হয়েছে। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির। বাকি অভিযুক্তদের গ্রেফতারে র‌্যাব সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং