কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত:
রবিবার, ২০ আগস্ট, ২০২৩
১৯৬
বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে নাজমা আক্তার (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার, ২০ আগস্ট বিকেলে উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউশন সংলগ্ন পুকুর থেকে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাজমা আক্তার উপজেলার পূর্ব চারিপাড়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়ি থেকে বের হন নাজমা। পরে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। বিকেলে আচমিতা জর্জ ইনস্টিটিউশনের পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে পরিবারের লোকজন নাজমা আক্তারের মরদেহ বলে সনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানায়, নাজমা আক্তার মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস শাহাদাত হোসেন বলেন, নাজমা আক্তার মৃগী রোগী ছিলেন। এ ব্যাপারে নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।