বাজারের বেহাল দশা নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে কিছু নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। এসব পণ্যের মধ্যে রয়েছে, ডিম, পেঁয়াজ, আলু ও সয়াবিন তেল।
বৃহস্পতিবার, বানিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভার পর বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি গণমাধ্যমকর্মীদের এসব জানান।
দাম বেঁধে দেয়া পণ্যগুলোর মধ্যে ডিম প্রতি পিস ১২ টাকা, আলু প্রতি কেজি ৩৫-৩৬ টাকা ও পিঁয়াজ প্রতি কেজি ৬৪-৬৫ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া বর্তমান বাজার মূল্যের চেয়ে প্রতি লিটার সয়াবিন তেলে ৫ টাকা করে কমানোর ইঙ্গিত দেন বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
এসময় টিপু মুন্সি আরো বলেন, কোনো কারণ ছাড়াই বাজারে অনেক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আলু, পিয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন ন্যায্য দাম কার্যকর করবো।