‘কানইসাস’ এর আয়োজনে জাতীয় কবি’র ৪৭ তম প্রয়াণ দিবস পালন
মো, মনির হোসেন, ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত:
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
১০৪
বার পড়া হয়েছে
‘মসজিদেরও পাশে আমায় কবর দিও ভাই’ বা ‘তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না!’ বাংলা ও বাঙ্গালীর কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস ১২ই ভাদ্র।
কবি’র প্রয়াণে নজরুল আদর্শ ধারণ করে রবিবার, ২৭ আগস্ট দিনব্যাপী আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে ‘কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদ (কানইসাস) ‘ত্রিশাল।
সকালে নজরুল বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, মূখ্য আলোচক হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল বর্তমান নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)।
অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক শেখ মোঃশহিদুল ইসলাম।এছাড়া বিশেষ অতিথির মধ্যে উপস্থিত থাকেন উপজেলা কৃষি সম্পসারণ কর্মকতা তানিয়া রহমান,উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান মনির,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃআলী সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃশহীদ উল্লাহ।কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদ(কানইসাস) এর সভাপতি শরীফ সাবের মনির এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে উপজেলা প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন, নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাঈদ।আলোচনা অনুষ্ঠান শেষে জাতীয় কবির আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।