1. info@bdchannel4.com : BD Channel 4 :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন

করিমগঞ্জে ১’শ  শিক্ষার্থী পেল মেধা পুরস্কার ও বৃত্তি 

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ১’শ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার ও মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

শুক্রবার, ৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় করিমগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করা ১শ’ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। জব্বার -দিলারা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাব শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি দেয়া হয়।

বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান। জব্বার -দিলারা ফাউন্ডেশন সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এ.ডি.সি মেজর মো: নাসিমুল হক (অব:)এর সভাপতিত্বে  ও করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজীর সঞ্চালনায় এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন -প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ডা.আ ন ম নৌশাদ খান।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির আর্থিক ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো:আবদুল হক,করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো:ইকবাল,করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার,নিয়ামতপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম প্রমুখ।

ফাউন্ডেশন সূত্র জানিয়েছে,করিমগঞ্জ উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত  ১’জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন নগদ অর্থ ও ক্রেস্ট দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং