কিশোরগঞ্জের করিমগঞ্জে খয়রত মোড় রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের নলী ব্রীজ সংলগ্ন এলাকায় নেতা মার্কেট নামে মার্কেটের অন্তরালে রয়েছে অবৈধ ব্যাটারী কারখানা।
এ কারখানার বিষাক্ত কেমিক্যাল পুরাতন ব্যাটারী পোড়ানোর ধোঁয়ায় এলাকার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।
অবৈধ ব্যাটারী কারখানা বন্ধের দাবিতে শনিবার, ২৬ আগস্ট সকাল ১১ টায় কিশোরগঞ্জ টু মরিচখালী সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গুনধর ইউনিয়ন স্টুডেন্টস অর্গানাইজেশন ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গুনধর ইউনিয়ন স্টুডেন্টস অর্গানাইজেশনের আহ্বায়ক হেদায়েত উল্লাহ, সাবেক সভাপতি নাজিরুল হক, সাবেক সভাপতি ইকরামুল হক, উপদেষ্টা সদস্য আনিসুর রহমান আরজু, সদস্য সচিব আবু সজিব, ফেরদৌস আহমেদ, দিলোয়ার হোসাইন নানক, পারভেজ আহমেদ, কৃষক সিরাজ উদ্দিন, হারুন অর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, খয়রত মোড়ে মার্কেটের ভেতরে পুরাতন ব্যাটারী পোড়ানোর কারণে বিষাক্ত ধোয়া ও কেমিক্যাল পরিবেশ দূষিত হচ্ছে। কারখানার বিষক্রিয়ায় এতে কৃষক হারুন অর রশিদের ৪ টি গরু ও কৃষক সিরাজের ১টি গাভী গরু মারা গেছে, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী ও বাসিন্দারা শ্বাসকষ্ট, অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। কারখানাটি যেভাবেই হোক বন্ধ করা আমাদের দাবী।