1. info@bdchannel4.com : BD Channel 4 :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:৩১ অপরাহ্ন

করিমগঞ্জে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদ, অসুস্থ হয়ে যুবকের মৃত্যু

দিলোয়ার হোসাইন নানক, কিশোরগঞ্জ (করিমগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

 

 

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে মিছিলে যোগ দিয়ে অসুস্থ হয়ে মো: আল আমিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার, ১৮ অক্টোবর দুপুর ১২ টার দিকে করিমগঞ্জ বাজার মোড়ের সামনের সড়কে মিছিলে তিনি মারা যান।

মো: আল আমিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার করিমগঞ্জ পৌরসভার নয়াকান্দি ব্যাপারী পাড়ার শামসুদ্দিনের ছেলে।

তিনি ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সদস্য ও করিমগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড মুজাহিদ কমিটির বর্তমান সভাপতি ছিলেন।

গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর নৃশংস ইসরায়েলী আক্রমণ, বর্বোরোচিত হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধের দাবিতে করিমগঞ্জ বাজারে মিছিল করছে করিমগঞ্জ উপজেলার সবস্তরের জনসাধারণ। বুধবার, ১৮ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় করিমগঞ্জ বাজার প্রবেশমুখে করিমগঞ্জে আয়োজিত এই মিছিল কর্মসূচী পালন করেন।আল আমিনের নেতৃত্বে মিছিলে যোগ দিতে করিমগঞ্জ বাজারে নামেন। মিছিলটি করিমগঞ্জ বাজার মোড়ের সামনে পৌঁছালে আল আমিন অসুস্থ হয়ে পড়ে যান। নেতা কর্মীরা তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, মিছিলে গিয়ে হঠাৎ পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা:রিয়াদ সাহেদ রনি জানান, আল আমিন স্ট্রোক করে মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং