1. info@bdchannel4.com : BD Channel 4 :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১০:৫১ অপরাহ্ন

করিমগঞ্জে পূজা উদযাপন কমিটির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

দিলোয়ার হোসাইন নানক, কিশোরগঞ্জ (করিমগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১৭ অক্টোবর সকাল ১১ টায় করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হল রুমে উপজেলার ১৮ টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ। এছাড়া ও করিমগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণ তোষ সরকার টিংকু, সাধারণ সম্পাদক অরুক কুমার সেন অপু ও পূজা উদযাপন কমিটির নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু জানান, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডবে ব্যাপক নিরাপত্তা দায়িত্ব পালন করবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। কোন প্রকার বিশৃঙ্খলা যেন না ঘটতে পারে সে ব্যাপারে পুলিশ কঠোর নিরাপত্তা দেবে। সকল পূজা কমিটির সদস্যদের শান্তিপূর্ণ পূজা সম্পন্ন করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং