কিশোরগঞ্জের করিমগঞ্জে গোসল করতে গিয়ে দশ বছর বয়েসের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার, ৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে বাড়ির পাশে গাংপাড়হাটি উরদিঘী এলাকায় নরসুন্দা নদীর খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।
নিহত জিয়াদ (১০) করিমগঞ্জ উপজেলার উরদিঘী গ্রামের সাইদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জিয়াদ রবিবার, ৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে বাড়ির পাশে গাংপাড়হাটি উরদিঘী এলাকায় নরসুন্দা নদীর খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নিখোঁজের আধা ঘন্টা পর তল্লাশি চালিয়ে নরসুন্দা নদীর খালের গভীর থেকে বিকেল ৬টার দিকে জিয়াদের লাশ উদ্ধার করে।
শিশুটির এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।