1. info@bdchannel4.com : BD Channel 4 :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন

করিমগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন -উদ্ভাবনে স্থানীয় সরকার ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রথমবারের মতো  জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।      

রবিবার, ১৭ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে এ উপলক্ষে একটি র‌্যালি, আলোচনা সভা ও উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।  র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে করিমগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে দুপুর ১২ টার কিছু পরে করিমগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ। এসময় উপস্থিত ছিলেন – জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ সায়েম,দেহুন্দা ইউপি চেয়ারম্যান আবু হানিফ,কিরাটন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া তিনদিন ব্যাপী মেলায় জনসচেতনতা তৈরি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোর সঙ্গে সকলের সম্পৃক্ততার জন্য ১২ টি স্টল বসানো হয় উপজেলা চত্বরে। মেলায় ১২ টি স্টলের মাধ্যমে বিনামূল্যে সরকারি বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু বিডিচ্যানেল ফোরকে বলেন,স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং  জনগণকে কাঙ্খিত সেবা দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। উপজেলা পৌরসভা ও ইউনিয়নে স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে।স্থা নীয় সরকার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নসহ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ জনগণের পাশে গিয়ে কাজ করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং