1. info@bdchannel4.com : BD Channel 4 :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:১০ অপরাহ্ন

করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা-চাচিকে পিটিয়ে জখম, গ্রেফতার ২

দিলোয়ার হোসাইন নানক, কিশোরগঞ্জ (করিমগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৫৮১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে রমজান আলী (৬৩)  ও তার স্ত্রী রেহেনার (৫০)  উপর  হামলার  অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার  করেছে পুলিশ।

আহত  রমজান আলী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও রেহেনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়,  শনিবার, ২১ অক্টোবর দুপুর ১২ টায় অভিযুক্ত বুলবলসহ (৩২) কয়েকজন মিলে করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের পূর্ব খয়রত গ্রামের কৃষক রমজান আলী ও তার স্ত্রী রেহেনাকে মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনায় রমজান আলীর ছেলে নয়ন মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় হারেছ মিয়াকে প্রধান আসামি করে পাঁচ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টার মামলা করেন। মামলার পর জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে রেহেনার সঙ্গে স্থানীয় হারেছ মিয়া ও তার ছেলে বুলবুলের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। হারেছ মিয়া (৬০) কৃষক রমজান আলীর ভাই। এ বিরোধের জেরে চাচা-চাচীর উপর হামলা করেন বুলবুল। পরে স্থানীয় লোকজন রেহেনাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জানতে চাইলে রেহেনার মেয়ে স্বপ্না বলেন, মায়ের মাথায় একটি গুরুতর জখম রয়েছে। তিনি তার মা-বাবার ওপর হামলাকারীদের বিচার দাবি করেন।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, রেহেনা ও রমজান আলীর ওপর হামলা ঘটনার পর থেকে পুলিশ বিষয়টির ওপর নজর রাখছে। মামলা করার পর জিজ্ঞাসাবাদের জন্য  হারেছ মিয়া ও বুলবুল নামের দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মঙ্গলবার, ২৪ অক্টোবর সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং