কিশোরগঞ্জের করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১ সেপ্টেম্বর বিকাল সোয়া ৫ টায় কাদিরজঙ্গল ইউনিয়নের খিরারচর বাজারে কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আসকর খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ।
সভায় বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফর রহমান চাঁন মিয়া, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক কামাল,সহ সভাপতি বুলবুল আহমেদ,কাদিরজঙ্গল ইউপি সদস্য ও যুবলীগ নেতা সুমন আহমেদ,কাদিরজঙ্গল ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজানুল হক প্রমুখ।