কটিয়াদীতে ৫০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার
নিউজ ডেস্ক।।
প্রকাশিত:
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
১০০
বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতর দুইজনের মধ্যে আমির হামজা (২২) ইটনা উপজেলার কৃষ্টপুর এলাকার আরজু মিয়ার ছেলে ও মো. রাকিব (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি এলাকার মো. মুজিবুরের ছেলে।
বুধবার, ৬ সেপ্টেম্বর দুপুর দুইটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসি চৌকি স্থাপন করে কটিয়াদী উপজেলার কটিয়াদী চৌরাস্তার বাসস্ট্যান্ড সংলগ্ন মডার্ণ হারবাল চিকিৎসা কেন্দ্রের সামনে ভৈরব টু কিশোরগঞ্জ গামী পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।