1. info@bdchannel4.com : BD Channel 4 :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ পূর্বাহ্ন

কটিয়াদীতে কসমেটিক্স দোকানের চুরি যাওয়া মালামাল ডায়াগনস্টিক সেন্টার থেকে উদ্ধার

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে আমির আলীর কসমেটিক্স দোকান থেকে ২০ লাখ টাকার শাড়ী, লুঙ্গি, লেডিস ব্যাগ, বিভিন্ন ধরণের কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, থান কাপড়সহ সমুদয় মালামাল উদ্ধার করেছে কটিয়াদী থানা পুলিশের একটি দল।   

শনিবার, ১৬ সেপ্টেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত তল্লাসী অভিযানে জনৈক সুমনের করগাঁও আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ একটি রুম থেকে ২৪ বস্তা চোরাই মালামাল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে করগাঁও বাজারের কসমেটিক্স ব্যবসায়ীর দোকান থেকে ২০ লাখ টাকা মালামাল চুরি হয়। দিনে চুরি যাওয়া মালামালের কিছু ডায়াগনস্টিক সেন্টারের একটি তালাবদ্ধ কক্ষে পাওয়া যায়। 

গত মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ব্যবসায়ী আমির আলী বাদী হয়ে সন্দেহজনক বাবে সুমন মোল্লা, মনিম, শ্রমিক মোল্লা জালাল, সায়েম, মোস্তাক, মানিক, নিশাদ, সোহেলসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আমির আলীর প্রতিবেশী ব্যবসায়ী সুমনের করগাঁও আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ একটি রুম থেকে ২৪ বস্তা চোরাই মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকালীন সময়ে কৌশলে ব্যবসা প্রতিষ্ঠান ত্যাগ করেন সুমন মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে দোকানের তালা ভেঙ্গে অবৈধভাবে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় প্রতিপক্ষ। পরে ব্যবসায়ী আমির আলীকে তারা ক্ষমতার প্রভাব দেখিয়ে দোষারোপ শুরু করে। তারও পুলিশের কাছে পাল্টা অভিযোগ দায়ের করলে পাল্টাপাল্টি অভিযোগের কারণে পুলিশের অভিযান পরিচালনা করতে দেরি হয়। এক পর্যায়ে সুমনের কথার উপরেই পুলিশের সন্দেহ হয় এবং তার ভাড়া করা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সকল মালামাল উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহাদত হোসেন ঘটনা নিশ্চিত করে বিডি চ্যানেল ফোরকে জানান উদ্ধার করা মাল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং