কটিয়াদীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবদুল কাহার আকন্দের মতবিনিময় সভা
রিফাত ইসলাম।।
প্রকাশিত:
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
১২১
বার পড়া হয়েছে
কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিমুয়া নিহাদ্ধা গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী-পাকুন্দিয়া আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক অতিরিক্ত ডি আইজি, বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ বিপিএম (বার) পিপিএম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আব্দুস শহীদ।
শনিবার, ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্ত্যব্য রাখেন, সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম আকন্দ, বনগ্রাম ইউনিয়ন যুবলীগ নেতা মো. হাবিব মিয়া, বনগ্রাম ইউনিয়ন আওয়ামীগ নেতা বাক্কার মিয়া, ধুলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল আওয়াল, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভা-পতি ডা. এমদাদুল হক রেনু, বনগ্রাম ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি নাজমুল হক, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুনায়েদ মিয়া প্রমুখ।
সভায় এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আবদুল কাহার আকন্দ তার বক্তব্যে বলেন, আমি দল থেকে মনোনয়ন পেলে কটিয়াদী- পাকুন্দিয়া আসনের জন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।
মতবিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন সরকার সাইফুল্লাহ জামান।