ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি-খায়ের, সম্পাদক-সুমন
উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।।
প্রকাশিত:
সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
৯৫
বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মো. আবুল খায়েরকে সভাপতি ও জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বুধবার, ২০ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহ জেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত ও যুগ্ম আহবায়ক আখেরুল ইমাম সোহাগ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের ৭১ সদস্যের ওই পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন দিলেও রবিবার, ২৪ সেপ্টেম্বর রাতে সেটা প্রকাশ করা হয়।
সদ্যঘোষিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মো. আবুল খায়ের ও জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমন দুজনই বিগত ২০১৯ সালে ঘোষিত উপজেলা যুবলীগের আংশিক কমিটিরও সভাপতি ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। নতুন এ কমিটি অনুমোদনের ফলে দীর্ঘ প্রায় ৪ বছর পর ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ একটি পূর্ণাঙ্গ কমিটি পেল।
অনুমোদিত কমিটির বাকি পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি- মো. আজাদ হোসেন ভূঁইয়া পলাশ, আনোয়ারুল গণি ভূঁইয়া (রানা), আতাউল করিম খান (উজ্জল), মো. মোশাররফ হোসেন, মো. মজিবুর রহমান (বাচ্চু), মোঃ সফিকুর রহমান মোহন, মো. মাসুদ তালুকদার। যুগ্ম সম্পাদক- মো. আবু সাঈদ, কাজী সালাহ উদ্দিন আহমেদ বাতেন, মো. আবু রায়হান। সাংগঠনিক সম্পাদক- মো. আনিছুর রহমান আনিছ, মোঃ নজরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন সরকার, মো. রফিকুল ইসলাম রুবেল, মো. কামাল হোসেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক- মঞ্জুর মোর্শেদ। দপ্তর সম্পাদক- নাঈমুর রহমান হিমেল। অর্থ সম্পাদক- মো. জালাল উদ্দিন। শিক্ষা-প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক- মো. শহীদুল ইসলাম। ত্রাণ সম্পাদক- মো. আবুল হাসান। সমাজকল্যাণ সম্পাদক- মো. রাকিবুল হক রায়হান। সাংস্কৃতিক সম্পাদক- সফল দাস। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক- মাহবুবুল আলম ঝিনুক। তথ্য ও গবেষণা সম্পাদক- মো. সাইদুল ইসলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- মো. সারোয়ার আলম। ক্রীড়া সম্পাদক- আল-আমিন আকন্দ। ধর্ম বিষয়ক সম্পাদক- হানিফুজ্জামান। মহিলা বিষয়ক সম্পাদক- মার্জনা আক্তার। উপ-প্রচার সম্পাদক- এরশাদুল হক হৃদয়। উপ-দপ্তর সম্পাদক- অনিক রায়। উপ-মহিলা বিষয়ক সম্পাদক- নুসরাত আরা প্রিয়া। সহ-সম্পাদক- মো. কামরুল ইসলাম সায়েম, মো. শহীদুল্লাহ শহীদ, মো. আব্দুল মালেক, মো. রুহুল আমিন, আরিফুজ্জামান আকন্দ মুন্না, ফজলুল হক, শাহিন আলম, মো. হেলাল উদ্দিন ফকির, মোহাম্মদ তোয়ারিকুল ইসলাম (তানিম)।