কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার, ৫ ই আগস্ট সকাল সাড়ে ১০ টায় ইটনা উপজেলা পরিষদে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ইটনা উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, ইটনা থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা,ইটনা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইসলাম উদ্দিন প্রমুখ। বক্তারা শেখ কামালের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ মুক্তিযোদ্ধা এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে ইটনা উপজেলার যুব উন্নয়ন অফিস কর্তৃক প্রশিক্ষণ সমাপ্ত কারি যুবক যুবতীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ইটনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম । এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন।