ইটনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ
এম তাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ইটনা
প্রকাশিত:
মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
১৪১
বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় `মহীয়ষী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার, ৮ই আগষ্ট সকাল ১০.০০ টায় ইটনা উপজেলা পরিষদে বেগম ফজিলাতুন্নেছার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পরে ইটনা উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, ইটনা থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইসলাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
বক্তাগণ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে ইটনা উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করে।