1. info@bdchannel4.com : BD Channel 4 :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৩ অপরাহ্ন

ইটনায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৫০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনাসভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার, ৩১ অগাস্ট সকাল ১১টায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কিশোর কুমার দাস এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ অংশ গ্রহণ নেন।

এতে আরো বক্তব্য রাখেন, ইটনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন, ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, ইটনা উপজেলার কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, ইটনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌরভ দেবনাথ, ইটনা উপজেলা আনসার ভিডিপি ব্যাংক ম্যানেজার আবু আব্দুল্লাহ মোহাম্মদ শাহীন শাহ প্রমুখ।

ক্তাগণ ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ যেমন, তীব্র জ্বর, বমি করা, শরীরের লালচে দানা উঠা, চোখের পেছনে ব্যথা, মাথা ব্যথা, নাক ও মুখ দিয়ে রক্ত পড়া, মাংস পেশী ও জয়েন্টে ব্যথা, ডায়রিয়া সহ ডেঙ্গুর বিভিন্ন লক্ষণের কথা তুলে ধরার সাথে সাথে বাড়ী ও এলাকার আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা, নিজে সচেতন ও অন্যকে সচেতন করার দিকে লক্ষ্য রেখে বক্তব্য রাখেন। এছাড়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং