ইটনায় এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করতে উপজেলা কো-অর্ডিনেশন সভা
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
প্রকাশিত:
সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
৯৭
বার পড়া হয়েছে
“এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ূ মুখ ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৩ সফল করতে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।
সোমবার, ২৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত সভায় ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাস রাজীব এইচপিভির টিকাদান কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন।
এতে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ, থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানি, উপজেলা শিক্ষা অফিসার মো. আকিকুর রেজা খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল গনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌরভ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খায়রুল ইসলাম তপন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি মো. আব্দুল হাই প্রমুখ।
আগামী ৪ অক্টোবর থেকে ইটনা উপজেলার ১০ থেকে ১৪ বছর বয়সী ৮ হাজার ৭১৮ জন কিশোরীকে এইচপিভি টিকাদান প্রদান করা হবে। এই জন্য প্রত্যেক কিশোরীকে টিকা নিতে জন্ম সনদ সহ অনলাইনে নিবন্ধন করতে হবে।