ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অভিযান চালিয়ে ২৮১ বোতল ফেন্সিডিল ও একটি সিএনজি অটোরিকসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার সফিকুল ইসলাম(৩২) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বক্তারমোড়া, ছাতারপুর এলাকার মৃত আবদুল গফুরের ছেলে।
বুধবার, ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ২৮১ বোতল ফেন্সিডিল ও একটি সিএনজি অটোরিকসাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন তালশহর সাকিনস্থ তালশহর পশ্চিম পাড়ার দক্ষিন মহল্লার তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মূল ফটকের সামনের তালশহর পশ্চিম পাড়া টু সোনারামপুর গামী পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।