1. info@bdchannel4.com : BD Channel 4 :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:১৭ অপরাহ্ন

আন্দোলনের নামে যারা জ্বালাও পোড়াও নৈরাজ্য করতে চায় তাদেরকে যুবলীগ প্রতিহত করবে-সুব্রত পাল

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল  এর নির্দেশে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা যুবলীগের উদ্যোগে “প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম” বিতরণ কার্যক্রম কর্মসূচির উদ্বোধন হয়েছে।

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর রাতে বাজিতপুর  উপজেলার হিলচিয়া ইউনিয়নে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য বাছির উদ্দিন রিপন,কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আতাউর রহমান উজ্জ্বল,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন আরকান,জেলা যুবলীগ নেতা তানভীর হাসান শাহীন, দেলোয়ার হোসেন,মাহবুবুর রশিদ স্বরমিন,মাহফুজুর রহমান মাহফুজ,মোল্লা খাইরুল নোমানী,সালেহীন রাজন,বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ,হিলচিয়া ইউপি চেয়ারম্যান মাজহারুল হক নাহিদসহ আরো অনেকেই।

এ সময় বাজিতপুর উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম সংগ্রহ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সুব্রত পাল বলেন,প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে।

দেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যুবলীগ জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে দিয়েছিল।

যুবলীগ মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্থ ভ্যানগার্ড ও সংগঠন । প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে আবারো বিজয়ী করতে হবে। যারা আন্দোলনের নামে জালাও পোড়াও নৈরাজ্য করতে চায় তাদেরকে আমরা যুবলীগ প্রতিহত করবো। সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আজকে আমাদেরকে শপথ নিতে হবে আগামী ৩ মাস আমরা রাজপথে থাকবো। টানা চতুর্থবারের মত নৌকার বিজয়ের মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট প্রতিনিধি প্রয়োজন। নিকলী বাজিতপুরেও স্মার্ট প্রতিনিধি প্রয়োজন। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং